ধ্রুবতারা সন্মাননা ২০২১-এর সময় ও স্থান

00 00 00 00

১৬ জুলাই, ২০২১

গুলশান ট্যারেস, ৫৯-১৫ ৩৭তম এভিনিউ, উডসাইড, নিউ ইয়র্ক ১১৩৭৭ ।

ধ্রুবতারা সন্মাননা

‘ধ্রুবতারা সন্মাননা’ কোনো পুরস্কার নয়। ‘ধ্রুবতারা সন্মাননা’ তার নামের মতোই- শুধুই সন্মান। শ্রদ্ধা আমাদের।
 
সকল মানুষেই জন্মায়। তারপর বেড়ে ওঠে। নিজেকে তৈরি করে। তারপর জীবনযুদ্ধে অবতীর্ণ হয়। লক্ষ্যটি থাকে আপন জীবনের চলবার পথটি মসৃণ করা। আমাদের চারপাশের মোটামুটি সকল মানুষই এমন মানুষ। কিন্তু এঁদের বাইরেও কিছু মানুষ থাকেন। এঁরা জীবন চলার পথটির মসৃণতা নিয়ে ভাবিত হন না। এঁদের ভাবনাটি জুড়ে থাকে আপন কাজের ক্ষেত্রটি। কেবল দায়িত্ববোধ নয়, কাজের প্রতি মমত্ববোধ নিয়ে কাজটি করেন তাঁরা। এবং এই আন্তরিকতার কারণেই সকলকে ছাড়িয়ে যান তাঁরা। হয়ে ওঠেন বিশেষ। সকলের কাছেই। তখন কাজ দিয়ে ভিন্নরকম এক মর্যাদা অর্জন করেন তিনি। শ্রদ্ধাজন হয়ে ওঠেন সকলের। এই মানুষদের আলাদা নামবিশেষণ আছে। কীর্তিমান তাঁরা।
কীর্তিমান কারা? 
 
গৌরবময় যারা। বিশিষ্ট তিনি। আপন কর্মের খ্যাতিতে খ্যাতিমান হয়ে ওঠা জন।
 
সক্রেটিসের কাছে একবার জানতে চাওয়া হয়েছিল, দেশপ্রেম কি? জবাবে সক্রেটিস বলেছিলেন, ‘নিজের কাজ সর্বোত্তমভাবে করে যাওয়াই দেশপ্রেম’। মানুষ যদি নিজের দায়িত্বটি সুষ্ঠুভাবে পালন করেন, আপন কাজটি সঠিকভাবে করেন তবে সাফল্য তাঁর একলারই আসে না, আসে দেশেরও। সর্বোত্তম কাজ করে যিনি দেশের জন্যে, জাতির জন্যে সফলতা বয়ে আনলেন, তিনি তো আর লোকেদের মতো নন। সাধারণ নন তিনি। আপন কর্মের খ্যাতিতে খ্যাতিমান হয়ে ওঠা তিনি আমাদের গৌরব। অহংকার আমাদের। তাঁর আছে আমাদের ঋণ জমেছে। আমরা তাঁকে সন্মান আর শ্রদ্ধা জানিয়ে সে অপরিশোধিত ঋণের যৎসামান্য শোধ করতে চাই।….

ধ্রুবতারা সন্মাননা

‘ধ্রুবতারা সন্মাননা’ কোনো পুরস্কার নয়। ‘ধ্রুবতারা সন্মাননা’ তার নামের মতোই- শুধুই সন্মান। শ্রদ্ধা আমাদের।
 
সকল মানুষেই জন্মায়। তারপর বেড়ে ওঠে। নিজেকে তৈরি করে। তারপর জীবনযুদ্ধে অবতীর্ণ হয়। লক্ষ্যটি থাকে আপন জীবনের চলবার পথটি মসৃণ করা। আমাদের চারপাশের মোটামুটি সকল মানুষই এমন মানুষ। কিন্তু এঁদের বাইরেও কিছু মানুষ থাকেন। এঁরা জীবন চলার পথটির মসৃণতা নিয়ে ভাবিত হন না। এঁদের ভাবনাটি জুড়ে থাকে আপন কাজের ক্ষেত্রটি। 

কেবল দায়িত্ববোধ নয়, কাজের প্রতি মমত্ববোধ নিয়ে কাজটি করেন তাঁরা। এবং এই আন্তরিকতার কারণেই সকলকে ছাড়িয়ে যান তাঁরা। হয়ে ওঠেন বিশেষ। সকলের কাছেই। তখন কাজ দিয়ে ভিন্নরকম এক মর্যাদা অর্জন করেন তিনি। শ্রদ্ধাজন হয়ে ওঠেন সকলের। এই মানুষদের আলাদা নামবিশেষণ আছে। কীর্তিমান তাঁরা।…..

নির্বাচিত

আমরা এ বছর প্রথম ধ্রুবতারা সন্মাননার জন্যে চারজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছি।

এঁরা প্রত্যেকেই তাদের ব্যক্তিগত পরিচয়ে সমাজে পরিচিত ও প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটিও তাই। আমরা বিশ্বাস করি আমাদের চারপাশে এমন গুণী মানুষ আরো অসংখ্য রয়েছেন। রয়েছে এমনি আরও বহু প্রতিষ্ঠান।

তাঁদের সকলকেই আমাদের শ্রদ্ধা। আগামীতে আমরা তাঁদের কাছেও আমাদের শ্রদ্ধা পৌঁছে দিতে চাই। সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।

শেখ সাদী খান

রথীন্দ্রনাথ রায়

শহীদ হাসান

মোহাম্মদ মেরাজুল হক সোহাগ

বাংলাদশ সোসাইটি অব নিউ ইয়র্ক

ভিডিও গ্যালারী

মোতাহের হোসেন

গুণী মানুষদের সবার সমানে তুলে ধরার জন্য, ধ্রুবতারা-কে অসংখ্য ধন্যবাদ !
সংসদ সদস্য, বাংলাদেশ

ড. শাহজাহান মাহমুদ

আমি আশাকরি এই ধ্রুবতারা সন্মাননা আরো অনেক গুণী ব্যক্তিকে আমাদের মাঝে তুলে ধরবে।
চেয়ারম্যান, বিসিএসসিএল

সোমেষ সি দাস

এই ধ্রুবতারা সন্মাননা-র যেন চলমান থেকে গুণীদের কে যেন আরো গুণী করে তোলে। ধন্যবাদ ধ্রুবতারা-কে !
সিনিয়র সাংবাদিক

এ কে এম ফজলুল হক

গুণী ব্যক্তিদের ধ্রুবতারা সন্মাননার মাধ্যমে বরন করায় ধ্রুবতারাকে ধন্যবাদ
চেয়ারম্যান, বাংলা চ্যানেল

মইনুল ইসলাম

আমাদের আশেপাশে সন্মানিত মানুষদের এই ভাবে তুলে ধরার জন্য ধ্রুবতারা-কে ধন্যবাদ !
সভাপতি, মেগা হোমস রিয়েলটি ইন্‌ক

শুভানুধ্যায়ী